|
---|
মালদা: প্যাক হাউসে রপ্তানির উপযোগী করে তোলা জগৎ বিখ্যাত মালদার আমের খরচ কমানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করল রপ্তানিকারক সংস্থা। ওয়েস্টবেঙ্গল এক্সপোর্ট কো-কডিনেশন কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে লিখিত আকারে এই আবেদন করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে আরব দেশ থেকে শুরু করে লন্ডন এবং ইতালির দেশ গুলিতে মালদার আম রপ্তানি করা হয়ে থাকে। তার পূর্বে মালদা শহরের আম বাজার এলাকায় অবস্থিত প্যাক হাউসে রপ্তানির উপযোগী করে তোলা হয় মালদার জগৎ বিখ্যাত ন্যাংড়া, লক্ষণভোগ সহ বিভিন্ন প্রজাতির আম। তার জন্য প্রতি কেজিতে প্রায় ১১ থেকে ১২ টাকা খরচা হয়। সেই খরচা অর্ধেক করার জন্য রপ্তানিকারক সংস্থার পক্ষ থেকে রাজ্য সরকারকে আবেদন করা হয়েছে। এই বিষয়ে রপ্তানিকারক ওই সংস্থার রাজ্য সম্পাদক উজ্জল সাহা জানান, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে হটিকালচার এবং এগ্রিকালচারাল প্রোডাক্ট বাজারজাত করার লক্ষ্যে বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে দরাজ হস্তে বিভিন্ন রকম সহায়তা প্রদান করে থাকেন। তারই সূত্র ধরে প্যাক হাউজের চার্জ অর্ধেক করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তারা। এর ফলে আম চাষিরা অনেকটা লাভজনক হবে।