শালবনীতে রেড ভলান্টিয়ারদের পাশে শিক্ষক সংগঠন এবিটিএ

নিজস্ব সংবাদদাতা, শালবনী,পশ্চিম মেদিনীপুর: মহামারী পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য অংশের মতো শালবনী এলাকাতেও রেড ভলেন্টিয়ারদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) সদস্য-সদস্যারা।

    রবিবার শালবনী এলাকার রেড ভলেন্টিয়ার্সদের পাশে দাঁড়াতে এবং রেড ভলান্টিয়ারদের কাজের সুবিধার জন্য এবিটিএ-এর শালবনী আঞ্চলিক শাখার পক্ষ থেকে রেড ভলান্টিয়ারদের হাতে পালস্ অক্সিমিটার,, থার্মাল গান,স্প্রে মেশিন,পি পি ই কীট,এন ৯৫ মাস্ক, স্যানিটাইজারসহ প্রয়োজনীয় অন্যান্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শালবনী হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এদিনের কর্মসূচিতে এবিটিএ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান,শালবনী জোনাল সম্পাদক অভিষেক দে,সহ সম্পাদিকা অনিন্দিতা শাসমল, শিক্ষক নেতৃত্ব দিলীপ সাউ, সুব্রত সাহা, মলয় পতি,পরিমল মানা, শ্যামল মুখার্জি প্রমুখ। রেড ভলান্টিয়ার সংগঠকদের পক্ষে উপস্থিত ছিলেন শ্যাম পান্ডে,লক্ষ্মীকান্ত ঘোষ, গোপাল পড়িয়া সহ বামপন্থী ছাত্র-যুব নেতৃত্ব ও রেড ভলান্টিয়ার বাহিনীর তরুণ তুর্কী সদস্যরা। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল মুখার্জি।