সংস্কৃতির শরীরে নতুন ছোঁয়া সৃজনে শারীর শিক্ষার মাস্টারমশাই

নতুন গতি, অভিনন্দন গোস্বামী: দক্ষিণেশ্বরের মন্দির দেখতে গেলে দক্ষিণেশ্বর যেতে হবে না, চলে আসুন চৌহাট্টা শারীর শিক্ষার শিক্ষক তপন দাস এর বাড়ি গুসকরা তে। না শুধু দক্ষিণেশ্বর নয় আরো অনেক বাড়ি ফ্ল্যাট বাড়ি উনি নিমেষের মধ্যে বানিয়ে দিতে পারেন। নিজে কখনও যান নি দক্ষিণেশ্বর , শুধুমাত্র গুগোল থেকে ছবি ডাউনলোড করে সেই মন্দিরের আদলে কাগজের আস্ত একটি দক্ষিণেশ্বরের মন্দির বানিয়ে ফেলেছেন শ্রী তপন দাস। হ্যাঁ তিনি শুধু দক্ষিণেশ্বরের মন্দির নয় যেকোনো বাড়ি ,মন্দির, স্কুল তার ছবি যদি তাকে পাঠিয়ে দেওয়া হয়, তিনি বানিয়ে আপনাকে পাঠিয়ে দেবেন সেই আদলের মডেলটি । কাগজ দড়ি ছোট ছোট কাঠি আঠা এইসব সামগ্রী দিয়ে তৈরি করে ফেলতে পারেন সেই মডেলগুলো। পেশায় শারীর শিক্ষার শিক্ষক আর তার বাড়িতে তাদের একটি দোকান আছে তবলা ঢাকা বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরির। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি দোকানে সাহায্য করতে হতো পারিবারিক ব্যবসাতে।

    মডেলের ছবি এবং আসতো মডেল গুলি যদি আপনি দেখেন আপনার চোখ জুড়িয়ে যাবে। তাই শিক্ষক মহাশয় সরস্বতী পুজোর সময় যে প্যান্ডেলটা তার স্কুলে হয় সেটাও তিনি নিজ দায়িত্বে কাগজ দিয়ে তৈরি করেন সেই প্যান্ডেলের থিম থাকলেও চন্দ্রযান বা বিভিন্ন বয়সের বিভিন্ন রকমের, তার জন্য প্রশংসা পেয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষের ও পেয়েছেন ভালোবাসা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। শিল্পীর এই সৃজনশীলতা সত্যিই প্রশংসার দাবি রাখে।