|
---|
সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষীকান্তপুর ঘাটেশ্বর এ দুইদিন ব্যাপী সম্প্রীতির ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এলাকার সকল সম্প্রদায়ের উপস্থিতিতে ঐক্যমতের ভিত্তিতে এক বিরাট ফুটবল টুর্নামেন্ট হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী প্রথম পুরস্কার আর এম সংঘ কুলপি থেকে আগত এদের হাতে তুলে দেন। সিয়া মত আলী বলেন বর্তমান সময়ে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে এরকম সম্প্রীতি খেলা তথা উৎসব বিশেষ প্রয়োজন। যে সময়ে গোটা দেশে হিংসা আকাশে বাতাসে বয়ে বেড়াচ্ছে। এমত অবস্থায় দেশের একজন সুনাগরিক হিসেবে আমাদের সকলের উচিত দেশের ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্র সংবিধান রক্ষা করা। যারা দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করা চেষ্টা করছে। এসবের বিরুদ্ধে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো দরকার। দ্বিতীয় পুরস্কার জয় মা কালী সোনারপুর দের হাতে পি ওয়াই এফ এর দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষক মাওলানা জাকির হোসেন তুলে দিয়ে বলেন খেলা এমন একটি বিষয় শারীরিক এবং মানসিক ও সামাজিক সব দিক দিয়েই উপকারিতা আছে। তিনি উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন দিল্লির ঘটনা আমাদের দেশের জাতীয় লজ্জা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি সংহতি আমাদেরকে বজায় রাখতে হবে। এদিনে উপস্থিত ছিলেন পি ওয়াই এফ এর জেলা সম্পাদক মিজানুল হক, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পিয়ার আলী লস্কর, নুরুল্লাহ হালদার ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম মিদ্দে, সম্পাদক ও সহ সম্পাদক কাদের হালদার, আজিজুল, মনিরুল শেখ, নাসির শেখ প্রমূখ।