পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে সাড়ম্বড়ে বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন

সেখ সামসুদ্দিন : পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির তরফে সাড়ম্বড়ে বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তলনের পর ভাষা শহীদ বেদিতে মাল্যদান ও কুচকাওয়াজের মাধ্যমে দিনটি পালন করা হয়। এই অনুষ্ঠানে ছিল লুপ্তপ্রায় রায়বেশে ও ছৌ নৃত্য এবং শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা এবং বর্ধমান রাজ কলেজের এন.এস.এস. এর ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এদিন পশ্চিমবঙ্গ সরকারের নথিভুক্ত রায়বেশে ও ছৌ শিল্পীরা নৃত্য প্রদর্শন করেন। এছাড়াও সারাদিন ব্যাপী সাঁওতালি ভাষায় নানান অনুষ্ঠান ও বক্তব্যের মধ্য দিয়ে সারাদিন অনুষ্ঠান চলে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের বিশেষ ব্যাক্তিত্ব অ্যান্টনি মুরমু সহ পল্লীমঙ্গল সমিতি কার্যকর্তারা বলে জানান সমিতির কার্যকরী সভাপতি সুব্রত হাজরা। এই অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের ভিড় ও উৎসাহ ছিল উল্লেখযোগ্য।