|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে বামুনপাড়া মোড়ে ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্পের সামনে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সমাবেশ করা হয়। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি স্বপন বিষয়ী, সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, জেলা ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মা, মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহ সভাপতি সন্দীপ পরামানিক, শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, যুব সভাপতি সৌরভ সাঁতরা, ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, ব্লক ছাত্র সভাপতি মুকেশ শর্মা সহ অন্যান্য নেতৃত্ব ও ছাত্রযুববৃন্দ। এদিন প্রত্যেক বক্তায় পেট্রপণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি সহ কৃষক বিরোধী বিল সহ জনবিরোধী নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন। একইসঙ্গে বিজেপির সোনার বাংলা করার দাবিরও তীব্র সমালোচনা করেন এবং বাংলা চাই ঘরের মেয়েকে দাবিতে আসন্ন বিধানসভা ভোটে মমতা ব্যানার্জীর প্রার্থীকে ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে পুনরায় বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকার আহ্বান জানান।