|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি নিউজডেস্ক – আজ পঞ্চমীর শুভক্ষণে মুক্তি পেল আরণ্যক বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘আরণ্যক ফিল্মস’ প্রোডাকশন হাউসের প্রথম নিবেদন ‘কিশলয়’ সিনেমার পোস্টার ও চরিত্রের লুক। শিক্ষামূলক এই সিনেমায় দেখানো হবে এক অসহায় বাচ্চা মেয়ের আত্মহত্যার পিছনের গল্প। প্রত্যেক ছাত্র-ছাত্রীর স্কুল জীবনের এবং শিক্ষা নিয়ে পারিবারিক প্রতিযোগিতামূলক কাঠামোর কঠিন বাস্তবকে নিয়ে পর্দায় চরম বাস্তব তুলে ধরতে চেয়েছেন পরিচালক আতিউল ইসলাম। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, বিবেক ত্রিবেদী, ফাহিম মির্জা ও অদ্রিজা মুখোপাধ্যায়। ছবিতে অনান্য ভূমিকায় অভিনয় করছেন দেবরাজ মুখোপাধ্যায়, সানন্দা সরকার প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন অমিত মিত্র ও সুরাজ নাগ। গান গেয়েছেন সোনু নিগম, ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও জুবিন গর্গ।
ছবিতে উঠে আসবে সংবেদনশীল শিশুমন কীভাবে পারিপার্শ্বিক পরিস্থিতির ও পারিবারিক চাপে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। কীভাবে হারিয়ে যাচ্ছে শিশুদের শৈশব! চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।