মালদা তৃণমূল কংগ্রেসের পাঁচ গ্রাম পঞ্চায়েতের সভাপতি একসাথে ইস্তফা অস্বস্তিতে তৃণমূল দল

নতুন গতি ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচন আসতেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি-‌তে যোগদানের হিড়িক দেখা দিয়েছে। শুভেন্দু জল্পনাতে সরগরম যখন রাজ্য রাজনীতি, তখন মালদাতেই তৃণমূল কংগ্রেসের ৫ গ্রাম পঞ্চায়েতের সভাপতি একসাথে ইস্তফা দিলেন। যদিও তাঁরা এখনও বিজেপিতে যোগদান করছেন কিনা তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেন নি। ইস্তফার এই ঘটনায় তৃণমূলের অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গেছে। ঘটনাটি মালদার বামনগোলা ব্লকের। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্লকের ৫টি পঞ্চায়েতের অন্যান্য পদ থেকে পদত্যাগ করলেন বেশ কয়েকজন দাপুটে নেতা।

    বামনগোলার পাকুয়াহাট অঞ্চলের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন শ্যামল মন্ডল, বামনগোলা অঞ্চল সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তফিউর রহমান, গোবিন্দপুর মহেশপুর অঞ্চল সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মানিক মাহাতো, চাঁদপুর অঞ্চলে সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাহেব হাঁসদা, জগদলা অঞ্চল সভাপতি পদ থেকে পদত্যাগ করেন নারায়ন মন্ডল। এই ৫জন এক সাথে নিজেদের অঞ্চলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। তাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস করে আসছেন। কিন্তু ব্লক সভাপতি কাজে অসন্তুষ্ট হয়ে তাঁরা এই সিদ্ধান্ত নেন। এ বিষয়ে পাকুয়াহাট অঞ্চলের শ্যামল মন্ডল, বামন গোলা অঞ্চলের তফিউর রহমান বলেন তারা দলকে ভালবাসেন, তারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন ও কাজ করবেন।