গণপিটুনিতে শহীদ খাবির সেখের শোকসন্তপ্ত পরিবারের পাশে জমিয়তে উলামায়ে হিন্দ

নতুন গতি নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেবের পরামর্শে
এদিন জেলা জমিয়তে উলামার সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম, সহ সভাপতি মাওলানা বদরুল আলম, সহ সম্পাদক তথা জেলা ইমাম মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস, কোষাধ্যক্ষ ইয়ার আলি, বহরমপুর ব্লক সম্পাদক মাওলানা মানুয়ার হোসেন, সভাপতি আঃ জলিল, হাসিবুল ইসলাম (পপুলার ফ্রন্ট সভাপতি), মাওলানা উবাইদুল্লাহ, নুর মোহাম্মদ, ক্বারী রহমতুল্লাহ, মাওঃ আহমাদ, মাওঃ আসাদুজ্জামান, মাওঃ নাসিবুর, হাফেজ জাকির সহ একদল প্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং আইনী পরামর্শ দেওয়ার আশ্বাস দেন। সকলকে শান্ত থাকার এবং আইন মেনে চলার পরামর্শ দেন।

    প্রতিনিধিরা শহীদ আব্দুল খাবির সাহেবের পরিবারের সঙ্গে দেখা করে বহরমপুর থানায় হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানায়।
    উল্লেখ্য, পেশায় রাজমিস্ত্রি খাবির শেখ বুধবার বহরমপুরের লালদিঘির একটি হেলথ ক্লিনিকে আসেন। সেখানে ক্লিনিকের কর্মীরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, তাকে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিকিৎসকের সহযোগী এবং ক্লিনিকের মালিককে আটক করেছে বহরমপুর থানার পুলিশ।
    থানার আইসি সনদ দাস মহাশয় জমিয়তের প্রতিনিধিদের জানান যে দোষীরা অবশ্যই শাস্তি পাবে ৩০২ ধারায় মামলা দায়ের করছি।