|
---|
নিজস্ব প্রতিনিধি : সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট আয়োজিত আদর্শ শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান ও রাজ্য অফিস উদ্বোধন করা হয় বারাসাত শহরে। উদ্বোধন করেন শিখ ধর্মগুরু সুখ নন্দ সিং আলুয়ালিয়া ও বারাসাত থানার সাব ইন্সপেক্টর গোপাল সরকার, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল হক, বিশিষ্ট শিক্ষক জনাব মাওলানা আমিনুল আম্বিয়া, রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, সভাপতি সেখ আবু তালেব, কর্যকরী সভাপতি আব্দুল আজিজ আনসারী, ইসমাঈল মন্ডল, বারাসাত সাব ডিভিশন কমিটির সভাপতি মাহমুদুল হক, জেলা সম্পাদক সেখ সাবির আলি হাফেজ নাসিরুদ্দিন, কৌশিক হালদার প্রমুখ। সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বলেন প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষক দিবস উপলক্ষে ২ জন আদর্শ শিক্ষক সৈয়দ মোশারাফ আলি ও ড. দিপঙ্কর দত্তকে আদর্শ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।
কেরাত পাঠ করেন হাফেজ সাহিল আহমেদ ও দোয়া করেন জমিয়ত উলামা হিন্দের ব্লক সভাপতি ও জগদিঘাটা জামে মসজিদের পেশ ইমাম আলাহজ মাওলানা নুরুল হক সাহেব