বিশ্ববিদ্যাল়য় তৈরিতে দুটি বিল পাস বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে হিন্দী মাধ্যমে লেখাপড়ার প্রসারের উদ্দেশ্যে রাজ্য সরকার হিন্দী বিশ্ববিদ্যালয় বিল পাস করে রাজ্যসভায়। সরকারি অনুদানপ্রাপ্ত এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে হাওড়ায়।

    বিলটি পেশ করে বিলটি পেশ করার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, “বাংলায় অনেক হিন্দীভাষী মানুষ বসবাস করেন। এর ফলে তারা নতুন দিশা পাবে। রাজ্য সরকার সবসময় সম্প্রীতি ও একতায় বিশ্বাসী।”

    মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে এই বিশ্ববিদ্যালয় নির্মাণ যাতে শীঘ্র শুরু হয়, সেই বিষয়ে লক্ষ্যও রাখতে অনুরোধ করেন। সকলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হবে।

    বিধানসভায় স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত আরও একটি বিশ্ববিদ্যালয়ের বিল পাস হয়।

    এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি উত্তর ২৪ পরগনার বারাকপুরে তৈরী করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি, আইন, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান, ওষুধ, শিক্ষা, হিউম্যানিটিস ও পার্ফরমিং আর্টের মত প্রমুখ বিষয়গুলি নিয়ে পড়ানো হবে।