|
---|
মোহাম্মদ সাইফুল্লাহ,নতুন গতি, চাঁচল:বৃহস্পতিবার মধ্যরাতে চাঁচল ২ নম্বর ব্লকে ভূমি ও ভূমি-সমষ্টি অফিসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় মালতিপুর ও আটঘরা সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। চাঁচল২-এর ঐ ভূমি ও ভূমি-সমষ্টি উন্নয়ন অফিসে ভূমি শংসাপত্রের ফাইল মজুত ছিল। আগুনে সেসবই ভস্মীভূত হয়ে যায়।নতুন গতির প্রতিনিধির কাছে চাঁচল নম্বর ব্লকের এক আধিকারিক দাবি করেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অফিসে ক্ষয়-ক্ষতি পরিমাণ বেশি হলেও পার্শ্ববর্তী বাসিন্দাদের আশঙ্কার কোন কারণ নেই।
কারণ এ সবের নথিই আলাদাভাবে ব্যাক আপ করা রয়েছে পুরসভার রেকর্ড রুমে৷ কীভাবে এতবড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল তার কারণ খোঁজা হচ্ছে।স্থানীয় সূত্রে খবর যে তাঁরা রাত ১২ টা নাগাদ অগ্নিসংযোগের ঘটনাটা দেখে।দেখতে দেখতে মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে ভূমি ও ভূমি সমষ্টি উন্নয়নের দপ্তর।প্রথমে স্থানীয় লোকজন ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁরা ব্যর্থ হয়।তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫কিমি দূরে চাঁচল দমকল অফিসে খবর দেয়।অনতিবিলম্বে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় দুই ঘণ্টা আগুনের সাথে লড়াই করে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।