|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: শনিবার বিজেপিতে যোগ দান করেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী স্লোগান তুলেছিলেন— ‘তোলাবাজ ভাইপো হটাও’। পরের দিনই, রবিবার বোলপুর চৌরাস্তায় বিশাল রোড শো শেষে ফের ‘ভাইপো’র বিরুদ্ধে আওয়াজ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘বাংলার মানুষ পরিবর্তন চাইছেন’ বলে এদিন দাবি করে বিজেপি–কে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে তোপ দেগেছেন তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে এদিন তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। রাজনৈতিক হিংসাকে শেষ করার জন্য, তোলাবাজি বন্ধ করার জন্য দরকার এই পরিবর্তনের। ভাইপোর দাদাগিরি শেষ করার জন্য পরিবর্তন চাইছেন বাংলার মানুষ।
বিশাল রোড শো–তে মানুষের উৎসাহ দেখে অমিত শাহ স্বীকার করেন যে তাঁর জীবনে তিনি এমন রোড শো দেখেননি। তাঁর কথায়, ‘বিজেপি–র সর্বভারতীয় সভাপতি থাকাকালীন আমি বহু রোড শো দেখেছি। নিজেও করেছি। কিন্তু এমন রোড শো আমি জীবনে দেখিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বাংলার মানুষের যে ভালবাসা আর বিশ্বাস রয়েছে তা এই রোড শো থেকে পরিষ্কার বোঝা যায়। একইসঙ্গে মমতার প্রতি বাংলার মানুষের যত ক্ষোভ রয়েছে তারও প্রমাণ এই রোড শো।
দিলীপ ঘোষ, অনুপম হাজরাদের পাশে নিয়ে এদিন অমিত শাহ বলেন, ‘বাংলার মানুষ যে পরিবর্তন চাইছেন তা কোনও মুখ্যমন্ত্রী বা নেতাকে পরিবর্তন করার নয়, তৃণমূলকে সরিয়ে বিজেপি–কে ক্ষমতায় আনার জন্যও এই পরিবর্তন নয়। এই পরিবর্তন হতে চলেছে বাংলার বিকাশের জন্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই পরিবর্তন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করার পরিবর্তন।
এদিন তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে দেওয়ার বার্তা দিয়েছেন অমিত শাহ। বাংলার মানুষকে পদ্মফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি, আপনারা আমাদের ক্ষমতায় আনলে বাংলাকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাবে বিজেপি।’ তাঁর কথায়, ‘কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, বামেদের সুযোগ দিয়েছেন, তৃণমূলকেও সুযোগ দিয়েছেন। নরেন্দ্র মোদিকে একটা সুযোগ করে দিন। ৫ বছরের মধ্যে আমরা সোনার বাংলা গড়ে দেব।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিজেপি নেতারা ‘ভাইপো’ নামেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। গত সোমবার পাথরপ্রতিমায় এক সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাইপোর উদ্দেশে আক্রমণ শানিয়ে কৈলাস বিজয়বর্গীয় প্রশ্ন করেছেন, এটা ভাইপোর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোশ বানিয়ে রেখেছে। নিজেকে সৎ দেখাতে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে ঘুরে বেড়ান তিনি। আর ওর পিছনে যে ভাইপো ২৫ লক্ষ টাকা দামের চশমা পরেন। এই টাকা কি সৎ পথে উপার্জন করা ?