|
---|
মইদুল ইসলাম, নতুন গতি, বীরভূমঃ- বীরভূম জেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বোলপুর স্টেডিয়ামে ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি রাজা ঘোষ। খেলা হয় ২ দিন ধরে, ৩০ ই নভেম্বর ও ১ লা ডিসেম্বর। ছাত্র-ছাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা হয় বোলপুর কলেজে। রামপুরহাট, সিউড়ি ও বোলপুর মহাকুমার ১ম, ২য়,৩য় প্রতিযোগিদের নিয়ে অনুষ্ঠিত হয় খেলা। প্রত্যেক ইভেন্টের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারিকে পুরুস্কার দেওয়া হয়, সঙ্গে দেওয়া হয় শংসাপত্র। মুরারই চক্র থেকে হঁাড়িভাঙ্গা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ভাদীশ্বর সি.বি প্রাথমিক বিদ্যালয়ের তাজমিরা খাতুন, এছাড়া খ বিভাগে জিমন্যাস্টিকস এ দ্বিতীয় হয় গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের ঝর্ণা আলি ও ক বিভাগে ৭৫ মি. দৌড়ে দ্বিতীয় হয় বরুঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বিশ্বজিৎ ঘোষ। খেলা শেষে বীরভুম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজা ঘোষ মহাশয় ৪ ডিসেম্বর সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য ছুটি ঘোষনা করেন।