যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মুন্সীরহাটের ইউশা আব্বাসী।

ইলিয়াস মল্লিক, হাওড়া : রাহুল গান্ধীর নির্দেশে বেশ কিছুদিন ধরে রাজ্যে রাজ্যে যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চলছে। সেই নিয়ম  অনুসরন করে পশ্চিমবঙ্গেও হল সাংগঠনিক নির্বাচন। গত ২৮শে নভেম্বর  প্রদেশ যুব কংগ্রেস কমেটির ফল প্রকাশ হয়। এই কমেটির সভাপতি নির্বাচিত হন শাদাব  খান। তিনি তার নিকটতম প্রতিদন্দী সোমেন মিত্র পুত্র, রোহান মিত্রকে  দুই হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। ঐ কমেটির সম্পাদক নির্বাচিত হন হাওড়া জেলার লড়াকু যুব নেতা ইউশা আব্বাসী। তিনি এই জয় তার সমস্থ অনুরাগীদের উৎসর্গ করেছেন। তিনি রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন যে  “রাহুল গান্ধী যদি এই নিয়ম চালু না করতেন, হয়তো আমার মতো মধ্যবিও বাড়ির  ছেলেরা কখনোই রাজ্য কমেটিতে আসতে পারতামনা। নেতা নেএীদের ছেলে মেয়েতে কমেটি ভরে উঠতো”।