সুজন বন্ধুর উদ্যোগে চৈতি গাজনের সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর শহরের জনপ্রিয় বাংলা লোক গানের দল “সুজন বন্ধু”র উদ্যোগে বিগত বছরের মতো এবছরও মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো “চৈতি গাজন” অনুষ্ঠান।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া এবং পৌরপ্রধান সৌমেন খান। এছাড়াও এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, শিল্পোদ্যোগী আনন্দগোপাল মাইতি, রবীন্দ্র নিলয়ের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র ওঝা, সঙ্গীত শিল্পী আলোকবরণ মাইতি প্রমুখ।ধনুচিতে ধূনা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক জুন মালিয়া এবং পৌরপ্রধান সৌমেন খান। এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় আঞ্চলিক কবি ও ঝুমুর গানের গীতিকার
দেবব্রত মাহাতকে, পাতা নাচের শিল্পী প্রদীপ মাহাতকে।সেই সঙ্গে নিরলস ভাবে সমাজিক নানান কাজ করে চলা সংস্থা মুগবসান টার্গেট ওয়েল ফেয়ার সোসাইটিকে সংম্বর্ধিত করা হয় সুজন বন্ধুর পক্ষ থেকে।


    এদিনে সুজন বন্ধুর নিজেদের শিল্পীদের পাশাপাশি মেদিনীপুর শহরের বিভিন্ন আবৃত্তি , সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ সংস্থার শিল্পীরা এবং বিভিন্ন ব‍্যান্ডের শিল্পীরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের সবার মনোজ্ঞ উপস্থাপনা এই চড়ক উৎসবকে একটি অন‍্যমাত্রায় পৌঁছে দেয়।জুন মালিয়ার উপস্থিতিতে ব‍্যান্ডের পক্ষ থেকে দীপঙ্কর তাঁদের এই অনুষ্ঠানের উদ্দেশ‍্য সবার সামনে তুলে ধরেন। বিধায়ক জুন মালিয়া সুজন বন্ধুর সকল সদস্যকে ধন্যবাদ ও মেদিনীপুরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি সুজন বন্ধু ব্যান্ডকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুরোধ জানান যাতে তিনি নিজে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। পৌরপ্রধান সৌমেন খান সুজন বন্ধু সংস্থার পাশে থাকার আশ্বাস দেন।
    লোকগান নিয়ে নিজেদের ভাবনায় সুজনবন্ধু দলের সদস্য দীপঙ্কর, বুলন, প্রসেনজিৎ,সোম,ফোটন, তপেন্দু,দূর্গা,ফকির ও তাতাই এর সক্রিয় প্রচেষ্টায় এই অনুষ্ঠানের ভাবনা বাস্তবায়িত হয়। শহরের মাঝে এই গাজন উৎসবের এই ভিন্ন আঙ্গিকের ভাবনা সর্বপ্রথম সুজনবন্ধু লোকগানের দল এনেছিল। শহরের প্রতিটি সংস্কৃতিমনস্ক ব্যক্তির সহযোগিতায় তাদের এই সাফল‍্য,তাও সুজনবন্ধু মনে করে। এমন ব‍্যতিক্রমী ভাবনা তরান্বিত করতে প্রতিবছর সকলের সহযোগিতাও তাঁরা আশা করেন। সমগ্র অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার হয় সময় বাংলায়। সমগ্র অনুষ্ঠানটি সুললিত কণ্ঠে সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী মোম চক্রবর্তী ও অর্ণব বেরা।