হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে ফেরত দিয়ে নজির তৈরি করল ইংলিশবাজার ট্রাফিক পুলিশ।

মালদা: হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে ফেরত দিয়ে নজির তৈরি করল ইংলিশবাজার ট্রাফিক পুলিশ। ব্যাগের মধ্যে ছিল একটি নতুন এন্ড্রয়েড মোবাইল এবং ৯ হাজার টাকা। ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার ব্যাগটি দেখতে পেয়ে রথবাড়ি থেকে উদ্ধার করে ট্রাফিক অফিসে জমা দেন। জানা গেছে ওই ব্যাগ মালিকের নাম কুসুমন বিবি। ইংরেজবাজার শহরের বাগবাড়ি এলাকায় বাড়ি তার। এদিন দুপুরে বাড়ি যাওয়ার সময় রথবাড়ি মোড় এলাকায় টোটো থেকে নামেন। ওই সময় তার টাকার ব্যাগটি রাস্তার উপর পড়ে যায় বলে জানিয়েছেন তিনি। বাড়িতে গিয়ে টাকার ব্যাগটি না পেয়ে তখন খোঁজখবর শুরু করেন। ইতিমধ্যে ট্রাফিক পুলিশ থেকে তার স্বামীর মোবাইলে ফোন যায় এবং উদ্ধারের ঘটনা জানানো হয় তাদের। তারপর উপযুক্ত প্রমাণ দিয়ে টাকার ব্যাগটি ফেরত দেওয়া হয়। এ ব্যাপারে হাইওয়ে ট্রাফিক ইনস্পেক্টর নন্দন কুমার জানান, এদিন দুপুরে ডিউটিরত এক সিভিক ভলেন্টিয়ার টাকার ব্যাগটি উদ্ধার করে আমাদের অফিসে জমা দেন। তারপর আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই।