পথদুর্ঘটনায় প্রাণ হারালেন দেবশ্রী চ্যাটার্জী

 

    নতুন গতি প্রতিবেদক : দেবশ্রী চ্যাটার্জী কলকাতা পুলিশে দীর্ঘদিন কাজ করেছেন দক্ষতা এবং সুনামের সঙ্গে। পশ্চিমবঙ্গ পুলিশে ডেপুটেশনে যাওয়ার আগে কলকাতায় ডেপুটি কমিশনার পদে ছিলেন। রাজ্য পুলিশে দ্বাদশ ব্যাটালিয়নের C.O. হিসাবে বর্তমানে কর্মরত ছিলেন তিনি। নিজের দক্ষতার পরিচয় রেখেছেন রাজ্য পুলিশেও। আজ সকালে হুগলির দাদপুরে এক পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেবশ্রী। প্রাণ হারিয়েছেন তাঁর দেহরক্ষী এবং গাড়ির চালকও।

    এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকস্তব্ধ। দেবশ্রীর পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। সমবেদনা জানাই দুর্ঘটনায় মৃত তাঁর দেহরক্ষী এবং গাড়ির চালকের পরিবারকে।