বর্ধমান শহরে কিছু কিছু জায়গাতে খাবার বিলি করলো।

সংবাদদাতা : করোনার (COVID‐19)জন্য আজ সমস্ত বিশ্ব খারাপ অবস্থায়।এখন আমাদের সরকারের কথা মেনে চলতে হবে ।সবাই ঘরে থাকুন এবং বিনা প্রয়োজন ছাড়া বেরোবেন না এবং কাউকে আতঙ্কিত করবেন না আর ভুল খবর ছড়াবেন না। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের বর্ধমান শহরে কিছু কিছু জায়গাতে যেমন স্টেশন চত্বর (250 জন),ছোটো লাইন (200 জন),তেলিপুকুর ব্রিজের নিচে (200জন),হসপিটাল চত্বরে(350জন) , আরও অনেক জায়গায় , প্রায় 1000 জন কিছু খেতে পাচ্ছে না এবং এদের বাড়ি,ঘর কিছুই নেই। তাই আমরা সবার সহযোগিতা নিয়ে এই সমস্ত মানুষদের দু-বেলা খাবার জোগাড় করার চেষ্টা করছি। তাই বিনীত অনুরোধ যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে একটু এগিয়ে আসুন,না হলে COVID‐19 র থেকে না খেয়ে বেশি মানুষ মারা যাবে।আর খাবার না খেলে এদের Immunity কমে যাবে এবং CORONA VIRUS বেশি Attack করবে । আর এই কাজ আমরা Police Permission এবং আইন ও সাবধানতা মেনে করছি। আমাদের সংস্থার নাম “Save others save yourself “Laskar Dighi para Main person – SK jalaluddin , Maulana salem, Noor Alam, Abdul Mannan, sona, Sujauddin, Sona, Munna Medical person -Sulaiman(pathologist). salman (pharmacist)।