লকডাউন মেনেই খাদ্য দান, আস্থা চ্যারিটেবল ট্রাস্টে’র*

আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুমরুল গ্রামের “আস্থা চ্যারিটেবল ট্রাস্ট।” করোনা (তথা যে কোন) সংকটে/মানুষের সাথে / মানুষের পাশে,থাকার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করলো।ট্রাস্টির উদ্যোগে ও ব্যবস্থাপনায় ১৪ এপ্রিল গ্রামের দরিদ্র পরিবারের মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী।ট্রাস্টের পরিচালক নাসিম করিম সহ সক্রিয় সদস্য সাবির মল্লিক ও মাহমাদুল জানান যে,প্রথমে তাঁরা গ্রামের মধ্যে সমীক্ষা চালিয়ে প্রকৃত দরিদ্র দুঃস্থদের উপভোক্তা হিসেবে চিহ্নিতকরণ এর কাজ করেন। সেই প্রেক্ষিতে তাঁরা উপস্থিত হওয়া দরিদ্রদের খাদ্য দান করেন।এবং অন্যান্যদের ট্রাস্ট এর সদস্য ও আগ্রহীদের দ্বারা ঘর ঘর খাদ্যদ্রব্য পৌঁছানোর সুব্যবস্থা নেওয়া হয়েছে।উপভোক্তা পরিবারের মধ্যে দেওয়া হয়,- ৫ কেজি চাল,ডাল ১ কেজি,আলু ২ কেজি,পেঁয়াজ ১ কেজি,এবং লবণ, মুড়ি ও সাবান গুঁড়ো ১ প্যাকেট করে সঙ্গে ১টি সাবান। আরও জানানো হয় যে,কোন গ্রামের সহৃদয় ব্যাক্তিগণ যদি নিজেদের গ্রামে অনুরূপভাবে উদ্যোগ নিয়ে অথবা এই ট্রাস্টের মাধ্যমে সাহায্য করতে চান,তাঁরাও সহযোগিতা করবেন। করোনার জেরে লক ডাউন এর বিধিবদ্ধ আইন মেনেই আপাতত ৬০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।ফলস্বরূপ গরিব মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তির আভাস চোখে মুখে ভেসে ওঠে।