ফুরফুরা শরীফে দোওয়ার মজলিস

নতুন গতি ঃ  ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে দরবার শরীফ পীরমহলে শুক্রবার জুম্মার নামাজের পর এক বিরাট দোওয়ার মজলিশ অনুষ্ঠিত হয়।
উক্ত দোওয়ার মজলিশে উপস্থিত সংগঠনের প্রধান আধিকারিক পীরজাদা নওসাদ সিদ্দীকি আল-কোরায়েশী বলেন, সারা দেশে গনতন্ত্রের নামে মানুষের অধিকার হরনের সরকারী যে প্রয়াস শুরু হয়েছে তাহাতে আমরা খুবই উদ্বিগ্ন।
তিনি বলেন, যে পদ্ধতিতে কাশ্মীর সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তাহাতে কাশ্মীরবাসীর গনতান্ত্রিক অধিকার বিপন্ন, বিপন্ন জাতীয় সংহতি।
এই পরিস্থিতিতে জাতীয় সংহতি রক্ষায় মহান স্রষ্ঠার দরবারে দোয়ার মজলিশ ।
এই মজলিশ পরিচালনা করেন সংগঠনের কর্নধার পীরজাদা আলহাজ্ব মাওলানা আব্বাস সিদ্দীকি আল-কোরায়েশী।তিনি বলেন মহান স্রষ্ঠাই একমাত্র তাওফিক দান করতে পারেন এদেশের বহুত্ববাদী সংষ্কৃতিকে অক্ষুন্ন রাখতে।তিনি কাশ্মীরে দ্রুত গনতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান।সংবিধানের বহুত্ববাদী চরিত্রকে অক্ষুন্ন রাখার দাবি তোলেন কেন্দ্রীয় সরকারের কাছে। গনতন্ত্র প্রতিষ্ঠার নামে যেভাবে মুসলিম সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে, দলিত-আদীবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সরব হন এবং তিনি কাশ্মীর প্রসঙ্গে আমেরিকা সহ অন্য কোন দেশের হস্তক্ষেপকে নাকচ করে দেন। সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার মোবারক বাদ জানিয়ে দুই ঈদে ৫দিনের ছুটির দাবি জানান রাজ্য সরকারের নিকট এবং তিনি পবিত্র ঈদের দিনে শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য প্রশাসনের নিকট আহ্বান করেন।পীরজাদা আব্বাস সিদ্দীকি সাহেব প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন করেন এবং সকলকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন ।তিনি বাংলার চিরাচরিত সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের বলে মনে করেন।