রাস্তার মোড়ে মহিলার শ্লীলতাহানি, অভিযুক্তকে ধাওয়া করে পাকড়াও করলো পুলিশ।

নতুন গতি নিউজ ডেস্ক : গতকাল বিকেলে ইএম বাইপাসের রুবি ক্রসিং-এ ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন কসবা ট্রাফিক গার্ডের কনস্টেবল বিপ্লব পাহাম, সার্জেন্ট সুমন ঘোষাল এবং সুজয় কুমার দাস।

    বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই তাঁরা ওই জনবহুল ক্রসিং-এ এক মহিলার সাহায্যের জন্য চিৎকার শুনতে পান। তাঁদের চোখে পড়ে, ওই মহিলা রাস্তায় পাশের এক পথচারীকে চিৎকার করে দোষারোপ করছেন কোনও এক কারণে। আশেপাশে ভিড় জমতে থাকে। বিপদ বুঝে সেই পথচারী পালাবার চেষ্টা করে। মহিলার সঙ্গে একটি কিশোরী মেয়ে ছিল। যথেষ্ট ভীত এবং সন্ত্রস্ত দেখাচ্ছিল তাকেও।

    কর্তব্যরত কনস্টেবল এবং সার্জেন্টরা দ্রুত ছুটে যান ঘটনাস্থলে এবং সেই লোকটিকে ধাওয়া করে কিছুক্ষণের মধ্যে ধরে ফেলেন। জানা যায়, মহিলা তাঁর মেয়েকে নিয়ে ইএম বাইপাস যখন পার হচ্ছিলেন, অন্য লোকটি মোবাইলে কথা বলার ভান করে মা ও মেয়েকে প্রথমে উত্যক্ত ও পরে শ্লীলতাহানি করার চেষ্টা করে।

    সার্জেন্ট সুমন ঘোষাল ঘটনাটি জানান কসবা ট্রাফিক গার্ডের ওসিকে। তিনি কসবা থানার সঙ্গে যোগাযোগ করেন। অভিযুক্তকে তুলে দেওয়া হয় কসবা থানার পুলিশের হেফাজতে। ধৃতের নাম সেরাবুল শেখ। শ্লীলতাহানির শিকার ওই ভদ্রমহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে সেরাবুলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।