|
---|
মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: স্কুল-কলেজ বন্ধ! ঘরে বসে নিশ্চিন্ত থাকার বদলে তাদের মাথায় এখন বিরাট চিন্তা। সিলেবাস শেষ তাই ঘরে বসেই চলছে পরীক্ষা।
২১ দিনের ‘লকডাউন’ বেড়ে ৩রা মার্চ। বাড়ির বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা। স্কুল কলেজের গেটে তালা। কাজেই, চক, ডাস্টার, চেয়ার-টেবিলে এখন ধুলো জমলেও সিলেবাস শেষ। সম্প্রতি এমনই এক কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। ঘরে বসে নিশ্চিন্ত থাকার বদলে তাদের মাথায় এখন বিরাট চিন্তা। বেস আন-নূর মডেল স্কুলের ছাত্রছাত্রী দের ঘরে বসেই চলছে পরীক্ষা। প্রত্যেক শ্রেণি অনুযায়ী “হোয়াটসঅ্যাপ গ্রুপ” বানানো হয়েছে। গ্রুপে প্রশ্ন পত্র পেয়ে যাচ্ছে সবাই বাড়িতে বসেই। অভিভাবকরাই পরীক্ষার গার্ড।