|
---|
মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাধারণ মানুষ পেটের জ্বালায় পথ অবরোধ
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ
সাধারণ মানুষের বক্তব্য আজ ২৫ দিন লকডাউন সফল করলাম কিন্তু খিদের জ্বালায় লকডাউন ভেঙ্গে পথে নামতে বাধ্য হলাম।যদিও সরকার একাধিক সাহায্যের ঘোষণা করলেও তা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না,আর কতো দিন ধরে কাজ না করে থাকবো ঘরে কোনো টাকা খাবার কিছুই নেই ,এই পরিস্থিতিতে আমরা সরকারি সাহায্য ছাড়া কি ভাবে পেটের জ্বালায় মিটাবো।
স্থানীয় শুভ দাস জানান যে এখনও পর্যন্ত কোনো নেতা বা সরকারি আমলা বা স্থানীয় কাউন্সিলরের কাছে থেকে কোনো সাহায্য আমরা পাইনি।আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে কি ভাবে দিন কাটাবো,তাই আমরা বাধ্য হয়ে পেটের জ্বালায় রাস্তায় নামলাম।
প্রায় চারশো পরিবার এখনও কোনো সাহায্য পাইনি বলে জানান।
যদিও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় ।