চাঁচলের বেসরকারি কোয়ারান্টিন সেন্টার থেকে ছাড়া হলো শ্রমিকদের

উজির আলী,নতুনগতি,চাঁচল:১৫ এপ্রিল
কোয়ারান্টিন সেন্টার থেকে ছাড়া হল। শ্রমিকদের। করোনা সংক্রমন রুখতে ভিনরাজ‍্য ফেরত শ্রমিকদের রাখার জন‍্য চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া জিপির কানাইপুর জুনিয়র হাইস্কুলে কোয়ারান্টিন সেন্টার খোলা হয় মার্চের ২৯ তারিখে। কানাইপুর যুব কল‍্যান সমতির যৌথ উদ‍‍্যোগে বেসরকারিভাবে এলাকার যুবকরাই চালাচ্ছে এই কোয়ারান্টিন বলে জানা গেছে। পাশাপাশি সেন্টার থেকে এলাকার দুহ্নদের দৈনন্দিন মধ‍্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় বলে খবর।

    কোয়ারান্টিনের পরিচালক মহম্মদ আলি জিন্নাহ জানান, বুধবার মিস্টি মুখ করিয়ে ১৭ জন পর্যায়ী শ্রমিক কোয়ারান্টিন সেন্টার থেকে বিদায় দেওয়া হয়েছে। তাদের যথাযথ কোয়ারান্টিনে ২৪ ঘন্টা পরিসেবা দিয়েছি।
    কোয়ারান্টিন থেকে ছাড় পাওয়া চন্দ্রপাড়ার শ্রমিক মহসিন আলী প্রশংসা করে বলেন, আমরা এখানে ১৪ দিন কাটালাম। কোনো অসুবিধের মুখে পড়তে হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় আমরা পরিষেবা পেয়েছি। এমন পরিষেবা পেয়ে আমরা আপ্লুত। গ্রাম বাঁচাতে আমরা স্বইচ্ছায় কোয়ারান্টিনে আশ্রয় নিয়েছিলাম।
    কোয়ারান্টিন সূত্রে জানা যায়, শ্রমিকদের শারীরিক অবস্থা সুস্থ তা মালতিপুর স্থাস্থ‍্য দপ্তরে এক স্বাস্থ‍্য কর্মী এদিন তাদের স্বাস্থ‍্য পরীক্ষা করেন। বর্তমানে কোয়ারান্টিন সেন্টার শূন‍্য রয়েছে। ভিন ফেরতরা এলাকায় প্রবেশ করলেই কোয়ারান্টিন সেন্টারে ভর্তি করা হব বলে জানিয়েছেন উদ‍্যোক্তারা।