|
---|
রায়দিঘী;নুরউদ্দিন, : আজ মথুরাপুর ২নং ব্লকে সিংহের চক গ্ৰামের পাশ পুকুরে মহিলাদের জন্য হাত ছিপ ফেলে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রত্যেকটি সিটের জন্য একশত টাকা করে নেওয়া হয়েছে।সব থেকে যে মহিলা বেশী মাছ ধরবে তার জন্য পুরষ্কারের ব্যাবস্থা আছে। ত্রিশ জন মহিলা হাতছিপ ফেলে মাছ ধরায় অংশ নিয়েছে এই প্রতিযোগিতায় ।
মানষ হালদারের তত্ত্বাবোধনে এই পাশ প্রতিযোগিতার আয়োজন। পাশ প্রতিযোগিতায় সহযোগিতা করছেন সুরঞ্জন চক্রবর্তী, জগদীশ হালদার,এবং উত্তম হালদার।এই রকম অভিনব কর্মসূচি তে মহিলারা খুব উৎসাহ ।প্রত্যেকের ছিপে ছোট বড় মাছ উঠছে ।এখন পর্যন্ত সব থেকে বেশি মাছ পেয়েছেন শকুন্তলা পুরকাইত, বাড়ি কাশিনগর। আগামী দিনে এই প্রতিযোগিতায় অনেক মহিলা অংশগ্রহণ করবে বলে জানা যায়।
রায়দিঘি থেকে নুরউদ্দিনের রিপোর্ট