|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: তৃণমূল কংগ্রেসের রাজভবন অভিযানের মাঝে কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এদিন কলকাতাতে এসেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিন তিনি বলেন, ”ওদের আমার সঙ্গে দেখা করার ইচ্ছাই ছিল না। ওরা ‘তামাশা’ করতে গিয়েছিল। ওরা শুরুতে জানতে চেয়েছিল, কতজন দেখা করতে পারেন? আমি বললাম ৫ জন আসুন। ওরা বলল, ১০ জন আসব। আমি বললাম, তাই আসুন। কিন্তু এর পর ওরা বলে, আমরা সাধারণ জনগণকে সঙ্গে আনব। আমি বলেছিলাম, সরকার যেহেতু অভিযোগ করছে, তাই সরকারি স্তরে কথা হবে। সাধারণ মানুষের সঙ্গে আমি পরে আলাদা করে কথা বলে নেব। ওরা আসলে তৃণমূলের কর্মী। সাধারণ মানুষ নয়। তা সত্ত্বেও ওরা কেউ দেখা করতে আসেনি।”
তিনি আরো বলেন, “বাংলার মানুষের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করার যে অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল তুলছে, সেটা সত্য নয়। ৯ বছরে ১০০ দিনের কাজে মনমোহন সিং সরকার যেখানে মাত্র ১৪,৪০০ কোটি টাকা বাংলাকে দিয়েছে, সেখানে ৯ বছরে মোদি সরকার দিয়েছে ৫৪ হাজার কোটি। আবাস যোজনায় ৯ বছরে ৪ হাজার ৪১৪ কোটি টাকা দিয়েছিল মনমোহন সরকার। মোদি সরকার দিয়েছে ৩০ হাজার কোটি টাকা। তাহলে বিমাতৃসুলভ আচরণ কী করে হল। আমি পরিসংখ্যান নিয়েই বাংলায় এসেছি। যেখানে বলবেন দেখা করতে রাজি আছি।”
পাল্টা দেয় তৃণমূল। তাদের বক্তব্য, “কেন্দ্রীয় মন্ত্রীর এই সাংবাদিক বৈঠক আসলে নজর ঘোরানোর চেষ্টা। আগামী দিনে সেটা আরও বেশি করে হবে।”