|
---|
আজাহার উদ্দিন : হুগলি জেলার খানাকুলের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে করলেন এবং ত্রাণ সামগ্রী দুর্গত মানুষের হাতে তুলে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী, এদের মন্ত্রী খানাকুল ১ নম্বর ব্লক পোল হাইস্কুলে ত্রাণ শিবিরে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং পাশে থাকার সাহায্য দেন, এরপরে তিনি চলে যান খানাকুল ২ নম্বর ব্লক সাবলসিংহপুরে সেখানেও তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন খাদ্য সামগ্রী তুলে দেন এছাড়াও উপস্থিত ছিলেন কথা বলে সঙ্গে ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দার, এসডিপিও অভিষেক মন্ডল, বিধায়ক রামেন্দ্র সিংহ রায়,জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা সহ-সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূল নেতা নইমুল হক, স্বপন নন্দী, নূরনবী মন্ডল সহ ব্লক ও প্রশাসনিক আধিকারিকসহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার গরিব মেহনতি খেটে খাওয়া মানুষদের ১০০ দিনের কাজের টাকা না দেওয়া আবাস যোজনা টাকা না দেওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।তৃণমূল কংগ্রেসের সরকার জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানালেন মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী।