|
---|
পারিজাত মোল্লা : ১০০ দিনের শ্রমিকদের কাজের বঞ্চনার প্রতিবাদ রাজধানীর বুকে দিল্লির আর্ট গ্যালারিতে ফুটে উঠল বঙ্গ চিত্রশিল্পীর তুলিতে। দীর্ঘ ১০ বছর ধরে রঙ তুলি নিয়ে সাদা কাগজে নিজের শিল্প কর্ম ফুটিয়ে তোলেন চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী। ৬ অক্টোবর দিল্লিতে তাঁর একক চিত্র প্রদর্শনী সূচনা হয় পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে।আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। শুক্রবার অল ইন্ডিয়া ফাইন আর্টস এন্ড ক্রাফট সোসাইটির গ্যালারিতে আয়োজিত তাঁর প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন গ্যালারির ডিরেক্টর প্রেমজিৎ সিং, বিমান দাস, রাজেন্দ্র আগরওয়াল, ডন বস্ক হাওড়া স্কুলের ফাদার বান্টি মন্ডল সহ বিশিষ্টরা।
এদিন নিজের প্রদর্শনীর বিষয়ে শিল্পী দিবাকর চক্রবর্তী বলেন, নিজের হাতে আঁকা ২১টি ছবি এখানে রয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন রাজ্যে নিজের শিল্প কলা তুলে ধরতে এই প্রদর্শনী।