|
---|
পারিজাত মোল্লা : মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক অফিসে সদ্য বদলী প্রাপ্ত বিডিও র বিদায় সম্বর্ধনা সভা হলো। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি,বিধায়ক আইসি, প্রমুখ।মঙ্গলকোট ব্লকের বিডিও জগদীশচন্দ্র বাড়ুই বদলি হয়ে চলে যাচ্ছেন হুগলির দাদপুর ব্লকে।এদিন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে বিদায়ী সম্বর্ধনা জানানো হলো বিডিও জগদীশচন্দ্র বারুইকে।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি সহ সমস্ত কর্মদক্ষ, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান।স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী জানান ,- ‘ টানা ৩ বছর বিডিও সাহেব যেমন প্রশাসনিক কাজ করতেন তেমনি বিভিন্ন সামাজিক নানান কাজের সঙ্গে যুক্ত ছিলেন’।