|
---|
আজিম শেখ,নতুন গতি,রামপুরহাট : বীরভূম জেলার মাড়গ্রাম থানার ভাইরগরিয়া গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয় ,সেই সংবাদ শুনে নতুন গ্রাম থেকে কিছু লোক আসছিলেন চাইনা টলি করে মাটি দিতে। হটাৎ সেই চাইনা টলি পল্টি হয়ে যায় এবং তাতে এক মহিলার মৃত্যু হয় ।আরো জানা যায় যে সেই পরিবারের বেশ কিছু ব্যাক্তি আহত হন তাদের কে আজ রামপুরহাট হসপিটালে নিয়ে আসা হয় ।