|
---|
নিজস্ব প্রতিনিধি : রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি উদ্যোগ নিয়েছে ১৫টি সরকার চালিত হাসপাতালে ছোঁয়াচে হেপাটাইটিসের চিকিৎসা শুরু করার। এর মধ্যে কয়েকটি মেডিক্যাল কলেজও আছে। এই প্রকল্পের উদ্যোগ আক্রান্তদের মধ্যে হেপাটাইটিস শীঘ্র চিহ্নিত করা।যেহেতু হেপাটাইটিস রোগে সারা দেশে ও এই রাজ্যে অনেকে আক্রান্ত হন, তাই এই রোগ নির্ণয়ের ও চিকিৎসার উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ।এই সকল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্রে বিপুল সংখ্যক আক্রান্তের রোগ নির্ণয় করা হবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। কলকাতায় এই কেন্দ্র হবে স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে।
এই প্রকল্প কয়েক পর্যায়ে সম্পন্ন করা হবে। চলতি অর্থবর্ষের শেষেই প্রায় সমস্ত পরীক্ষাকেন্দ্র তৈরীর কাজ সম্পন্ন করা হবে।২০৩০ সালের মধ্যে পৃথিবী থেকে হেপাটাইটিস রোগ নির্মূল করার যে লক্ষ্যমাত্রা তৈরী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেই উদ্দেশ্যেই ২০১৫ সালে যে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোলস শুরু করা হয়েছে তাঁর অধীনেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভারতে এক অন্যতম রোগ হল ছোঁয়াচে হেপাটাইটিস। মানুষে ৪ কোটি হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত এবং ৬০ লক্ষ থেকে ১.২ কোটি মানুষ হেপাটাইটিস আক্রান্ত।প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে এই রোগ সম্বন্ধে পড়ুয়াদের পাঠ দেওয়া। এজন্য অষ্টম শ্রেণীর পাঠ্যসূচীর পরিবর্তন করা হয়েছে।