|
---|
নিজস্ব প্রতিনিধি : রাজ্যের নবীকরণযোগ্য শক্তি সম্পদকে আরও কাজে লাগাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে ছোট ছোট জলবিদ্যুৎ প্রকল্প গড়ার।রাজ্য বিদ্যুৎ দপ্তর শীঘ্রই দার্জিলিঙে ১০ মেগাওয়াটের লোধামা ২ নামক ছোট জলবিদ্যুৎ প্রকল্প গড়ার কাজ শুরু করবে।পাশাপাশি দপ্তর উত্তরবঙ্গে ১২ মেগাওয়াটের রাম্মাম ইন্টারমিডিয়েট স্টেজ হাইড্রোইলেকট্রিক প্রোজেক্ট গড়ার সম্ভাবনা খতিয়ে দেখছে।
উত্তরবঙ্গে আরও সাতটি ছোট জলবিদ্যুৎ প্রকল্প গড়ার পরিকল্পনা নিচ্ছে দপ্তর। এই প্রকল্পগুলির নাম, রাগ্নু এসএইচপি, রিতু এসএইচপি, ঋষি এসএইচপি, শ্রী এসএইচপি, রিথুখোলা এসএইচপি, তিস্তা বাজার এসএইচপি, টাংলু মানে ভাজান এসএইচপি। এই প্রকল্পগুলির বরাতের কাজ চলছে।বিদ্যুৎ দপ্তর দার্জিলিং জেলায় ৭৩.৫ মেগাওয়াটের এসএইচপি বেসরকারি সংস্থাদের বণ্টন করেছে। এইসব প্রকল্পের ডিটেল প্রোজেক্ট রিপোর্ট শীঘ্রই দপ্তরের কাছে জমা পড়বে।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিদ্যুৎ দপ্তর উন্নত এনার্জি অ্যাকশন প্ল্যান নিয়েছে যার ফলে বিশ্বমানের বিদ্যুৎ রাজ্যের প্রতি প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই উদ্দেশ্যে রাজ্য জোর দিয়েছে নবীকরণযোগ্য শক্তি ও অচিরাচরিত শক্তির ওপরেও।