|
---|
আমডাঙ্গা: কলরব এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত কলরব সাহিত্য সম্মান-২০১৯ ও কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রামপুর বি.এড কলেজের অডিটোরিয়ামে।
উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, নহাটা কলেজের অধ্যাপক সেখ কামালউদ্দিন, সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য স সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের রাজ্য সভাপতি আমিন ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম, রাহানা মাদ্রাসার সহ প্রধান শিক্ষক নুরুল হক, রুবিনা নাসরিন প্রমুখ। সংস্থার সম্পাদক মোহঃ রফিউল্লাহ বলেন প্রতিবছরের ন্যায় এবছরও একজন বিশিষ্ট সাহিত্যিক কবি মোহাঃ নিজামউদ্দিন সাহেবকে সাহিত্য সম্মান ২০১৯ প্রদান করা হয় পাশাপাশি ১৫ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বার্ষিক কলরব সাহিত্য পত্রিকাও উদ্ভোধন করা হয়।