|
---|
নিজস্ব প্রতিনিধি,ডোমকল :: গতকাল মানিকনগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পালন করা হলো আন্তর্জাতিক ভাষা দিবস। অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ঔপন্যাসিক সামশুল আলমের নেতৃত্বে।
প্রভাতফেরি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর ছাত্রছাত্রীরা নাচ,গানের সঙ্গে বাংলা ভাষার উপর এবং কাশ্মীর হামলার উপর দুটি নাটক মঞ্চস্থ করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সন্মানিত হন সমাজসেবী সনৎ কর । সারাদিনব্যাপী অনুষ্ঠানটি শেষ হয় কবি-সাহিত্যিকদের সাহিত্যপাঠের আসরের মধ্যে দিয়ে। শামসুল আলম বলেন, আমরা ভাষার জন্য কিছু করতে পারি না। নিজেদের মাতৃভাষা ভুলতে বসেছি। ইংরেজি ও হিন্দি ভাষা আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে। আমি কোনো ভাষা শেখার বিপক্ষে না কিন্তু নিজের ভাষাকে ভালোবাসতে হবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি মনের মধ্যে শ্ৰেষ্ঠত্বের জায়গায় রাখতে হবে এবং নিজের ভাষাকে আপন করে নিতে হবে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শাহাদাত আলম,রূপসোনা খাতুন ও এম এ ওহাব।