|
---|
রফিকউদ্দিন : ১৮এপ্রিল, শনিবার, পূর্ব বর্ধমানের কেন্না নজরুল সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রী বিলি । মহামারী কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় সকলেই চিন্তিত তাই সারা বিশ্বে মৃত্যু মিছিল চলছে। আামাদের দেশে যখন লকডাউন চলছে তখন স্বাস্থ্য শিবিরের মধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনা বাড়াতে কাজ চালাচ্ছে সংগঠনরা। এই এলাকার গরীব দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন কেন্না নজরুল সংঘ, এই উদ্যোগ নিয়ে ৬৫ জন দুস্থ গরীব মানুষের হাতে খাদ্যসামগ্রী ৫ কেজি চাল,২কেজি আলু দেওয়া হয়, নিয়ম মেনে একে একে আসে মাক্স পড়ে। এই ক্লাবের সকল সদস্য মিলে এই সহযোগিতার হাত বাড়ান। উপস্থিত মধ্যে সেখ জালালউদ্দিন,আহমেদ হোসেন, শামিম রহমান, আবুল হাসান, রফিকউদ্দিন, ওসমান মল্লিক, রাহুল, সেখ আইচউদ্দিন প্রমুখরা। এই মহামারী জন্য সকলকে মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। দেশের লকডাউন এর জন্য সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষের কথা ভেবে অনেক সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন ।