মুর্শিদাবাদ ১৪১ নং বিএসএফ দোয়রামপুর বি ও পি এরিয়া থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

 

    এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:গত কাল রাত্রিতে ভারত বাংলাদেশ সীমান্ত গালুয়া দোয়রামপুর বিএসএফ ক্যাম্পের ১৪১ নং জওয়ানেরা ডী আই বি সূত্রে পাওয়া খবরের পরে সীমান্তে তল্লাশি চালান তখন বিএসএফ জওয়ানেরা উদ্ধার করেন ২৫০ বোতল ফেনসিডিল এবং গাঁজা ৫ কিলো করা একটি প্যাকেট।
    বিএসএফ ডি আই বি সূত্রে জানা যায় যে ভারত বাংলাদেশ জিরও পয়েন্ট থেকে ২২০০ মিটার এবং বিওপি -৫৫০ মিটার দূরত্ব থেকে উদ্ধার করেন।
    যদি সূত্রে খবর ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকার মতো।

    তবে প্রতিনিয়ত ভাবে চলছে কঠোর পাহারা আমরা সব সময় দেশ রক্ষার জন্য নিজেদের কে নিয়োজিত করেছি।আশাকরি আমরা কোনো চোরাচালান সফল হতে দিবনা।