|
---|
উজির আলী,চাঁচলঃ১১ সেপ্টেম্বর
বজ্রাঘাতে প্রান হারালো কাকা-ভাইপো।
শুক্রবার মালদহের রতুয়া থানার চাঁদমুনি ২ নং পঞ্চায়েতের আন্ধারু গ্রামের ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে। ঘটনায় আরোও একজন জখম বলে জানা গেছে।
জানা যায়, নুর ইসলাম(৪১) এবং উজির আলি(২৬) এদুজন নিহত সম্পর্কের কাকা-ভাইপো।
সূত্র মারফত খবর, আন্ধারু গ্রামের খাল বিলে মাছ ধরতে গিয়েছিলেন তারা সকলেই। সেই সময় বাজ পড়ে জ্ঞান হারান তারা। স্থানীয়দের তৎপরতায় সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে দুজন কে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।
আহত একজনের চিকিৎসা চলছে সামসীতেই।
নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও রতুয়া নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সারওয়ার আলী।