|
---|
মুস্তাক নাদিম ও সামিম হোসেন,সাগরদিঘি : পিএসসি সিভিল সার্ভিস ২০১৮ পরীক্ষার ফল সদ্য প্রকাশিত হয়েছে।পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ২০১৮-র গ্রুপ সি পরীক্ষায় সফল ৯৪ জনের মধ্যে রয়েছে তারিফ ইসলামের নাম।সফল প্রার্থীদের মধ্যে জয়েন্ট বিডিও পদে দশম স্থান দখল করেছেন তারিফ। সিভিল সার্ভিসের ফল প্রকাশের পর ১০ সেপ্টেম্বর বাড়ি ফিরেছেন তারিফ। বাড়ি ফিরতেই এলাকার মানুষেরা তাকে শুভেচ্ছা জানাতে অাসেন। কেউ হাতে করে নিয়ে আসেন ফুলের তোড়া কেউ বা মিষ্টি।সামাজিক দূরত্ব বজায় রেখে তাকে সংবর্ধনা জানিয়েছেন সাহিন হোসেন। শুভেচ্ছা জানিয়েছেন ইমরান আলম,তায়েদুল ইসলাম,পানবোর , অশিকুল,মহম্মদ ইমরান হোসেন। শুভেচ্ছা ও সংবর্ধনায় আপ্লুত তারিফ।তারিফ ইসলামের সাফল্যে জেলাজুড়ে খুশির জোয়ার। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রনজিতপুরে বাড়ি তারিফ ইসলামের। তারিফের বাবা মুহাম্মদ নুরুল ইসলাম জমিজমা দেখাশোনা করেন।মা সুফিয়া বিবি আইসিডিএস কর্মী। ২০১৩ সাল থেকে রাইস -এর বেলঘড়িয়া শাখায় টানা তিন বছর প্রস্তুতি নেন তারিফ। পরবর্তীতে প্রস্তুতি নেন আলিয়া ইউনিভার্সিটির গাইডেন্স সেলে এবং কলকাতায় ভয়েস ইনস্টিটিউটে। ২০১৯ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত হন। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও সঠিক পরিকল্পনা সাফল্যের চাবিকাঠি বলে জানান তারিফ ইসলাম।