হাঁসখালি ধর্ষণকান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন বিধায়ক ন‌ওসাদ সিদ্দিকী

    বাদশা সেখ, নতুন গতি: কয়েকদিন আগে নদীয়ার হাঁসখালিতে এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়ে মৃত্যু হয়। মঙ্গলবার এই মৃত্যুর তদন্তভার সিবিআই-কে দিয়েছে হাই কোর্ট। আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক মহম্মদ নওসাদ সিদ্দিকী ঐ মৃত নাবালিকার বাড়ি গিয়ে তার বাবা-মা’র সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বোঝা যাচ্ছে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। এই অপকর্মে মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দু গয়ালি’র ছেলে সোহেল ওরফে ব্রজ গয়ালি। পুলিশ তাকে আটক করেছে। কিন্তু তৃণমূল নেতার ভয়ে আজ মৃতার শ্রাদ্ধ অনুষ্ঠানে স্থানীয় কোন পুরোহিত উপস্থিত হননি। বাইরে থেকে পুরোহিত এনে অনুষ্ঠান শেষ করেছে আতঙ্কিত পরিবার।

    নওসাদ সিদ্দিকী বলেছেন, আশাকরি সিবিআই তদন্তে অভিযুক্তদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে। এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে বলেন, এই মৃত্যু নিয়ে তাঁর মন্তব্য খুবই নিন্দাজনক। মুখ্যমন্ত্রীর আসনে বসে ধর্ষণকারীদের প্রতি কঠোর বার্তা দেওয়ার বদলে তিনি যেন প্রশ্রয়ের সুরে কথা বলছেন। এটা দুর্ভাগ্যজনক। তিনি এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। রাজ্যসরকারের কাছে আমাদের আবেদন অবিলম্বে রাজ্যে শান্তি ও সুস্থিতির পরিবেশ ফিরিয়ে আনতে সবরকম পদক্ষেপ গ্রহণ করা হোক।