|
---|
রেজাউল করিম, কালিয়াচক : শনিবার বিকেলে ঘাড়িয়ালিচক পাঁচ সমাজ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কালিয়াচক চৌরঙ্গী এলাকায় দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয় । এদিন বেশির ভাগ মহিলা সহ প্রায় ৩০০ জন দুঃস্থকে শীতবস্ত্র দেওয়া হয় । সমাজ সেবা ও মানুষের মধ্যে সেবাব্রতি কাজকে প্রসারিত করতে এই অরাজনৈতিক সংস্থা নতুন বছরে বস্ত্র বিতরণের মাধ্যমে পথ চলা শুরু করল। এদিন শীতবস্ত্র কম্বল তুলে দেন কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, কালিয়াচক থানার আইসি সুমন চট্টোপাধ্যায়, সমাজসেবী এনারুল হক । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচতলা মসজিদ কমিটির সম্পাদক রফিকুল রহমান, সভাপতি এনারুল হক, শাহজাহান আলি, সহ পাঁচ সমাজের সর্দার, মোড়ল ও অন্যান্য বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন ।