|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
৯ জানুয়ারী, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, শ্রমিক বিরোধী ও দেশের স্বার্থে বিরোধী নীতির বিরুদ্ধে বামফ্রন্টের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকা সাধারণ ধর্মঘটের বুধবার কোনো প্রভাব পড়লো না কাটোয়া মহকুমাতে। কাটোয়া মালডাঙ্গা রোডের বাস ও চারচাকা গাড়ি চলাচল স্বাভাবিক। কাটোয়া শহর সহ অন্যান্য জায়গায় স্কুল, কলেজ, অফিস সব খুলা আছে। কাটোয়া ১নং ব্লকের নয়টি গ্ৰাম পঞ্চায়েত অফিস, কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্ৰাম পঞ্চায়েত অফিস, কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির কার্যলয়, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির কার্যলয় খোলা আছে। দাঁইহাট চৌরাস্তা, মুস্থূলীগ্ৰাম, চাণ্ডুলীগ্ৰাম, মূলগ্ৰাম, নন্দীগ্রাম, শ্রীবাটীগ্ৰাম, সিঙ্গিগ্ৰাম, মেঝিয়ারী হাটতলার রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক।