|
---|
ব্লক অফিসে ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হল বালুরঘাটে
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ছাত্র যুব দের সংস্কৃতি মনস্ক করে তুলতে রাজ্য জুড়ে শুরু হয়েছ ছাত্র যুব উৎসব। তারই অঙ্গ হিসেবে বালুরঘাট ব্লকে শুরু হল ব্লক ছাত্র যুব উৎসব। এই ছাত্র যুব উৎসবে বালুরঘাট ব্লকের বিভিন্ন অঞ্চলের ছাত্র যুবরা অংশ গ্রহন করছে। এই উৎসবের উদ্বোধন করেন বালুরঘাটের বিডিও সুস্মিতা সুব্বা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক যুব আধিকারিক পার্থ সারথী সাহা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে তিনটি বিভাগে বিভিন্ন প্রতিযোগীরা অংশ গ্রহণ করছে। পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ক বিভাগ। দশ থেকে পনেরো বছর পর্যন্ত খ বিভাগ। এবং পনেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত গ বিভাগে প্রতিযোগী রা বিভিন্ন বিষয় অংশ গ্রহণ করছে। আর্ট,নাচ,গান কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা এর পর জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বলে জানা গেছে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ছাত্র যুবদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। ছাত্র যুবদের সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে বালুরঘাট ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ব্লকের সাধারন মানুষ।এই বিষয়ে ব্লক যুব আধিকারিক পার্থ সারথী সাহা বলেন প্রতিবছরের মত আমাদের এখানে আজ ব্লক ছাত্র যুব উৎসব ২০১৮ -১৯ এর শুভ সুচনা হল। এই অনুষ্ঠান দুই দিনের। ৯ এবং ১০ ই জানুয়ারি ২০১৯ প্রধানত তিনটি বিভাগ আমাদের এই ছাত্র যুব উৎসবের।পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ক বিভাগ। দশ থেকে পনেরো বছর পর্যন্ত খ বিভাগ। এবং পনেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত গ বিভাগ। আজ বন্ধকে উপেক্ষা করেও ছাত্রছাত্রীদের উৎসাহের কমতি ছিল না।