|
---|
নিশির কুমার হাজরা, শান্তিনিকেতন : আজ রবিচ্ছায়া অনুষ্ঠান ভবনে সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৫তম জন্মদিনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন চারুচন্দ্র রায় বলে সূত্রের খবর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার সাহিত্যিক ও কবি বর্গের মধ্যে পুরস্কার প্রাপ্ত কবি তৈমূর খান, কবিতা মহাপাত্র, কবি গুরু প্রসাদ যশ, কবি ড: সুমিত্রা খাঁ, কবি রাসমনি রায়, তরুণ কবি শিবানি মন্ডল, গোপা গঁড়াই মন্ডল, , আলপনা দাস। প্রমুখ। সুনীল গঙ্গোপাধ্যায় জন্মদিন আলোয় ভরে উঠল বোলপুরের রবিচ্ছায়া অনুষ্ঠান ভবন বিশেষ উপদেষ্টা ছিলেন দেবকুমার দত্ত। সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি সম্মান ২০১৯ পেলেন হুগলি জেলা থেকে আগত কবি মীনা রায়। বীরভূম থেকে আগত শ্রাবণী মণ্ডল কবিতায়ণ সম্মান ২০১৯ পেলেন শিবানি মন্ডল। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন প্রতিভা গাঙ্গুলী।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বিশ্ব সাক্ষরতা দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করতে গিয়ে শিক্ষক ও কবি প্রতিভা গাঙ্গুলী শিক্ষার মূল স্রোতে সরল সাহিত্য পাঠের কথা প্রাঞ্জল ভাষায় ব্যখ্যা করেন এবং দুটি ভিন্ন স্বাদের স্বরচিত কবিতা পাঠ করেন বলে জানা গেছে।