|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: গতকাল শুক্রবার থেকে শুরু হল শোকের পর্ব্ব মহরম। আরবি বছরের প্রথম মাস মহরম। এই মাসের ১০ তারিখ বর্তমান ইরাকের কারবালা প্রান্তরে, এজিদের সৈন্যদের হাতে নিহত হন, সৈয়দ ইমাম হোসেন ও তাঁর পরিবারের লোকজন। এই দিনটিকে স্মরণ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ মহরম পর্ব্ব পালন করে আসছে।লোকপুর থানার বুধপুর গ্রামের মোলতলা আস্তানা কমিটির ব্যবস্থাপনায় এক ধর্মীয় জলসার আয়োজন করে। অন্যায়ের সাথে আপোষ না করার ফলে এজিদের সৈন্যদের হাতে শহীদ হতে হয় ছয় মাসের কোলের শিশু আলী আসগর থেকে যুবক কাশিম সহ ইমাম বংশের বহু ব্যক্তি। সৈয়দ ইমাম হাসান ও হোসেন দুই ভাইয়ের মৃত্যু যে ষড়যন্ত্র করে মারা হয়েছিল, সেই সমস্ত বিষাদের কথাগুলো তুলে ধরেন ধর্মীয় জলসার অনুষ্ঠানে। জলসার মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা মৌলানা সৈয়দ সাইফুল হোসেন বোখারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মূর্শিদাবাদ থেকে আগত হাফেজ মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চর্তুরবেদী। জলসা কমিটির পক্ষে জানান সমাজ থেকে মদ, জুয়া ইত্যাদি খারাপ কাজ বর্জন করে সঠিক ভাবে চলা এবং নামাজ কায়েম করা।