|
---|
সেখ সামসুদ্দিন : ৯ মে, আজ ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে মেমারি বিমান ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেমারি বামুনপাড়া মোড় কার্যালয়ের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করা হয়। মাল্যদান করেন আইএনটিটিইউসি সংগঠনের সদস্য আশিষ রায়, মাল্যদান করেন মেমারি আইটি সেল এর সদস্য শুভেন্দু গুহ, মাল্যদান করেন বিটরা স্কুলের শিক্ষক সোমনাথ দাস। শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক সহ পুষ্পার্ঘ দেন মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ স্কুলের সহকারী শিক্ষক পীযূষ বোস, আমাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, ৯ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি ভুবন দাস, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির স্কুলের কর্মী তাপস মাহালী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝর কবিতাটি আবৃত্তি করেন শিক্ষক সোমনাথ দাস। এছাড়াও এদিন উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান শিক্ষক কৌশিক মল্লিক।