|
---|
দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: এবার একশো দিনের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হলো মাদুর চাষ ও মাদুর বোনার শিল্পকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান সবংয়ের মাদুর চাষি ও শিল্পীরা।
এই শিল্প ও চাষ নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার জন্য ধন্যবাদ জানান সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও ক্রেতা দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া ও তাঁর স্ত্রী গীতা ভুঁইয়াও।
নবান্ন সূত্রের খবর, আগামী ১৭ মে মুখ্যমন্ত্রী মেদিনীপুরে জেলা সফরে এই ঘোষণাটি করতে পারেন এবং এতে উপকৃত হবেন রাজ্যের অজস্র মাদুর চাষি ও শিল্পীরা।