|
---|
দেবজিৎ মুখার্জি, কোচবিহার: ফের রাজ্যে বড় সাফল্য পেল এসটিএফ। রবিবার গভীর রাতে কোচবিহার থেকে গ্রেফতার করা হয়েছে ধনকুমার বর্মন নামে এক কেএলও জঙ্গিকে।
জানা গিয়েছে, তার বয়স ২৬ বছর। কতদিন ধরে যুক্ত বা ঠিক কী কাজ করত সে, তা জানার চেষ্টা চলছে। এর আগে দুই ধৃত জঙ্গিকে – অবিনাশ ও মৃণাল – জেরা করে ধনকুমারের হদিশ পেয়েছে এসটিএফ।