|
---|
দেবজিৎ মুখার্জি, নদিয়া: গুলিবিদ্ধ নদিয়ার চাকদহের ১৮ নম্বর ওয়ার্ডের গৌড়পাড়ার বাসিন্দা ও সক্রিয় তৃণমূল কর্মী নারায়ণ দে।
জানা গিয়েছে, রবিবার সন্ধেয় নিজের বাড়ি সংলগ্ন বাগান বাড়িতে বসেছিলেন তিনি। ঘরের খোলা জানলা দিয়ে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা জড়িত। এই ঘটনায় আপাতত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।