|
---|
উত্তর ২৪ পরগণা : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নবগঠিত সাংগঠনিক জেলা ভিত্তিক আলোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাতে। গতকাল শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত সাংগঠনিক জেলার পক্ষ মধ্যমগ্রাম দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ববর্গের উপস্থিতিতে আলোচনা সম্পন্ন হয়।
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির পতন অনিবার্য সেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে দাবি করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি তিনি বলেন তৃণমূল স্তরকে আরো সাজিয়ে তোলা এবং দলের শাখা সংগঠন কে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ পরিচালনা করার জন্য উপস্থিত নেতৃত্ব দের প্রতি আহ্বান করেন। একই সঙ্গে তিনি বলেন দলের প্রত্যেকটি শাখা সংগঠন অত্যন্ত দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে এ আমাদের লক্ষ্য। মহিলা সমাজকে দলের কাজে বেশি বেশি এগিয়ে আসার জন্য তিনি উৎসাহিত করেন। প্রাক্তন জেলা সভাপতি তথা বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলীয় সংগঠনগুলোকে চাঙ্গা করার পাশাপাশি দলীয় অনুশাসন মেনে সবাইকে এক ছাতার তলায় কাজ করার ডাক দেন। সেই সঙ্গে তিনি বলেন তৃণমূল কংগ্রেস কখনো হার মানতে শেখেনি। আমরা যারা দীর্ঘ রাজনীতি জীবন অতিবাহিত করছি সেই সঙ্গে নতুন প্রজন্মকে এগিয়ে আসার তিনি আহ্বান করেন। দলের প্রত্যেকটি স্তরের যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হয় সেই নির্দেশিকা উপস্থিত নেতৃত্ববর্গ কে তিনি জানান।
বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি অশনি মুখার্জি সকলকে নিয়ে চলার পক্ষে সওয়াল করেন। দলীয় সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি সহ প্রত্যেকটি স্তরের মধ্যে একটা যোগসুত্র তৈরি করার কথা তিনি বলেন। দলের প্রত্যেকটি শাখা সংগঠন কে যেকোনো কর্ম পরিকল্পনা চূড়ান্ত করার জন্য সকলের মতামত নেওয়ার জন্য তিনি অনুশাসনের কথা বলেন।
জেলার বিভিন্ন পদাধিকারীরা দলীয় শৃঙ্খলা মেনে চলার আশা ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী ২৪ এর লোকসভা ভোটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশে শক্তিশালী সরকার পাবে বলে সকলেই প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন, বিধায়ক তাপস চ্যাটার্জি, নারায়ন গোস্বামী, রহিমা মন্ডল, জেলার যুব সভাপতি অভিজিৎ নন্দী, মহিলা নেত্রী স্বপ্না দি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মহিলা নেত্রী নন্দীনি মৌলিক সহ অন্যান্য বিধায়ক, জেলা পরিষদ সদস্য প্রমুখ।